১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,বিকাল ৪:৫১

মোটরসাইকেল না পেয়ে যুবকের আত্মহত্যা

প্রকাশিত: জুলাই ৮, ২০২৩

  • শেয়ার করুন

শরনখোলা প্রতিনিধি.  বাগেরহাটের শরণখোলায় মা- বাবার কাছে মোটরসাইকেল চেয়ে না পেয়ে নাঈম মৃধা (২১) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (০৮ জুলাই) ভোরে উপজেলার তাফালবাড়ি ভাড়া বাসা থেকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে স্বজনরা। পুলিশ নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত নাঈম মৃধা শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের দুবাই প্রবাসী মালেক মৃধার ছেলে।
নিহতের প্রতিবেশী তাফালবাড়ি বাজারের বাসিন্দা মোঃ ওমর সরদার বলেন, নাঈম তার মায়ের সাথে তাফালবাড়ি ভাড়া বাসায় থাকত। কিছু দিন পরে তার বিদেশ যাওয়ার কথা ছিলো। তার বন্ধুদের অনেকেরই মোটরসাইকেল রয়েছে। কিন্তু নাঈমের মোটরসাইকেল না থাকায়, অনেক দিন ধরে তার মায়ের কাছে মটরসাইকেল দাবী করে আসছিলো। ধারনা করা হচ্ছে সাইকেল না পেয়ে নাঈম আত্মহত্যা করেছে ।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকরাম হোসেন বলেন, নাঈম মৃধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া নাঈমের মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান তিনি।

  • শেয়ার করুন