৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ১০:৪৪

মোড়েলগঞ্জে অস্ত্রের মুখে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪

  • শেয়ার করুন

মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক : বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌরসভা এলকায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। রবিবার দিবাগত রাত ৩ টার দিকে ভাইজোড়া গ্রামের ব্যবসায়ী এসএম মাহবুব রুমির বসতঘরে হানা দেয় ৭-৮ জনের ডাকাত দল। তারা কৌশলে ঘরে ঢুকে সকলকে ধারালো অস্ত্রের মুখে বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল হাতিয়ে নিয়েছে বলে গৃহকর্তা দাবি করেছেন।
মাহবুব রুমি বলেন, মধ্যরাতে বাড়ি ফিরে তিনি খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত ৩ টার দিকে ৭-৮ জনের একদল ডাকাত কৌশলে ঘরে ঢুকে অস্ত্রের মুখে সকলকে বেঁধে সবকিছু তছনছ করে নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়।
এ বিষয়ে থানার ওসি (তদন্ত) মো. শওকত হোসেন বলেন, ডাকাতির অভিযোগ অবিশ্বাস্য। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে  আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • শেয়ার করুন