২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৪:৪৮

মোড়েলগঞ্জে বিধবাকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে পিটিয়ে আহত

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪

  • শেয়ার করুন

মোড়েলগঞ্জ প্রতিবেদক : বাগেরহাটের মোড়েলগঞ্জে গভীর রাতে ঘরে ঢুকে ৩৫ বছর বয়সী এক বিধবাকে ধর্ষনের চেষ্টায় ব্যর্থ হয়ে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।  সোমবার ভোর রাতে উপজেলার উত্তর চিংড়াখালী গ্রামে এঘটনা ঘটে।  গুরুত্বর আহত ওই নারীকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখবর পেয়ে এদিন দুপুরে স্থানীয় পোরেলহাট ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পরিবার সূত্রে জানাগেছে, উপজেলা চিংড়াখালী ইউনিয়নের উত্তর চিংড়াখালী গ্রামে  স্বামী পরিত্যক্তা নারী শ্রমিক প্রতিদিনের ন্যায় বসতঘরে এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়ে। সোমবার ভোর রাতে দুই জন মুখোশ ধারী দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কৌশলে ঘরের দরজা খুলে প্রবেশ করে ওই নারীকে টানা হেচড়া করে শ্লীলতাহানীর চেষ্টা করে এক পর্যায়ে মুখোশ ধারীদের ধারালো দা দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে। পরে তার ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ওই রাতেই বিষয়টি স্থানীয় লোকজন ইউপি সদস্য  ও থানা পুলিশকে অবহিত করেন। সকালে ওই শ্রমিক নারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে বলে  জানিয়েছেন তার ভাই।
এদিকে স্থানীয় ইউপি সদস্য আরিফ হোসেন সরদার, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. আক্কাস আলী সরদার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুন খান, স্থানীয় নির্মল কুমার শীল, শোভা রানী শীল  নিযার্তনের তদন্তপূর্বক প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে প্রশাসনের প্রতি শাস্তির দাবি জানান।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) কেএম শওকত হোসেন বলেন, চিংড়াখালীতে এক নারী শ্রমীকের ওপর হামলার বিষয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • শেয়ার করুন