৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার,সন্ধ্যা ৬:১৪

মোরেলগঞ্জের পূজামণ্ডপ ঘুরে দেখলেন জামায়াত নেতারা

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৪

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট বাগেরহাটের মোরেলগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতারা। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় প্রথমে উপজেলার বলবিবুনিয়া আমবাড়ীয়া সর্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম, বলইবুনিয়া আমবাড়ীয়া সর্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি লিটন কুমার হালদার, বলইবুনিয়া  ইউনিয়ন জামাতের সভাপতি মাওলানা মনজুরুল আলম খান, সেক্রেটারি মাওলানা মনিরুজ্জামান, মোরেলগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি কামরুজ্জামান নাসির,সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম ও মাসুদ শেখ প্রমুখ।

পরে জামায়াত নেতারা আমবাড়িয়া দিঘীর পাড় দুর্গা মন্দির পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম, আমবাড়িয়া দিঘীর পাড় দুর্গা মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি কৃষ্ণচন্দ্র মিস্ত্রী, বলইবুনিয়া ইউনিয়ন জামাতের সভাপতি মাওলানা মনজুরুল আলম খান, সেক্রেটারি মাওলানা মনিরুজ্জামান, মোরেলগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি কামরুজ্জামান নাসির,সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম ও মাসুদ শেখ প্রমুখ।

জামায়াতের নেতারা মণ্ডপ ২টি ঘুরে ঘুরে দেখেন ও পূজা উদযাপন কমিটির নেতাসহ হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে কথা বলেন। নিরাপত্তা নিয়ে খোঁজ-খবর নেন।

জামায়াত নেতারা বলেন, যার যার ধর্ম তারা সঠিকভাবে পালন করবে। পূজামণ্ডপে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে কেউ ঘটাতে নারে সেজন্য আমাদের সচেতন থাকতে হবে।

 

  • শেয়ার করুন