৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৮:৪৬

মোরেলগঞ্জে কাঠের পোল ভেঙ্গে  ৫ নারী  আহত

প্রকাশিত: মে ১২, ২০২৪

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটর মোরেলগঞ্জে পারাপারের সময় কাঠের পোল ভেঙ্গে পড়ে ৫ নারী শ্রমিক খালে পড়ে আহত হয়েছেন। রবিবার সকালে (১২মে) উপজেলার জিউধরা গ্রামের মান্নান হাওলাদারের বাড়ির সামনে মোল্লার খালের ওপর কাঠের পোলটি ভেঙ্গে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, সোমা রানী (৪২) স্বপ্না রানী (৩৮), ইতি রানী (৪০) কবিতা রানী (৪০) ও হাসি রানী(৩৮)। এদের মধ্যে গুরুতর আহত সোমা রানীকে মোংলা  উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

স্বপ্ন প্রকল্পের ইউনিয়ন দলনেতা পলি আক্তার বলেন,স্থানীয় সরকার বিভাগের রাস্তা মেরামতের জন্য সকালে কাজের উদ্দেশে ৫ জন নারী শ্রমিক কাঠের পোলটি পারাপারের সময় পোলটি ভেঙ্গে পড়ে। এতে ৫ শ্রমিকই খালে পড়ে যায়। এদর মধ্যে নারী শ্রমিক সোমা রানী গুরুতর আহত হয়।

মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বাদশা বলেন, দীর্ঘদিন ধরে পোলটি সংস্কার করা হয়নি, জরাজীর্ন অবস্থায় ছিল। আহত শ্রমিকদের চিকিৎসা দেওয়া হয়েছে। পোলটি মেরামতের জন্য দ্রত পদক্ষেপে গ্রহন করা হবে।

  • শেয়ার করুন