৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১২:১০

মোল্লাহাটে তমিজউদ্দিন মোল্লা ফুটবল টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত

প্রকাশিত: জুন ৯, ২০২৪

  • শেয়ার করুন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি. বাগেরহাটের মোল্লাহাটে তমিজউদ্দিন মোল্লা স্মৃতি চার দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কাহালপুর তেঁতুল বাড়ি এম এম ওবায়দুর রহমান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে শনিবার বিকালে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এম এম ওবায়দুর রহমান ফাউন্ডেশনের আয়োজনে চারদলীয় এ ফুটবল টুর্নামেন্টে শেষ পর্বে কাহালপুর মাদ্রাসা পাড়া দল বনাম কাহালপুর তেঁতুল বাড়ি দলের অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় নির্ধারিত সময়ের মধ্যে কোন পক্ষই গোল করতে না পারায় টাই-ব্রেকার অনুষ্ঠিত হয়। এতে ১-২ গোলের ব্যবধানে কাহালপুর মাদ্রাসা পাড়া দল চ্যাম্পিয়ন হয়।
এম এম ওবায়দুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আবুল কাশেম কালিমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, সমাজসেবক কামরুজ্জামান লাভলু মোল্লা, হাড়িদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নিজান মোল্লা, এম এম ওবায়দুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শরিফুল ইসলাম, প্রেসক্লাব মোল্লাহাটের প্রচার সম্পাদক এসএম মিজানুর রহমান, সাংবাদিক মোঃ শরিফুল ইসলাম দিদার, এম এম সাজ্জাদুল ইসলাম লিপ্টন, সমাজসেবক মোঃ রমজান মোল্লা, মিজানুর রহমান শেখ প্রমুখ।

  • শেয়ার করুন