৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৯:৫৭

মোল্লাহাটে বেপরোয়া পিকআপের চাপায়  যুবকের পা বিচ্ছিন্ন

প্রকাশিত: জুন ৯, ২০২৪

  • শেয়ার করুন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি.বাগেরহাটের মোল্লাহাটে বেপরোয়া চালিত পিকআপের চাপায় মোটরসাইকেল আরোহী মহিবুল্লাহ ও রিয়াজুল নামে দুই যুবক গুরুতর আহত হয়েছে। এদের মাঝে মহিবুল্লাহ এর ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার দেড়বোয়ালিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। মহিবুল্লাহ (২০) অত্র উপজেলার কাহালপুর গ্রামের মোসলেম মোল্লার ছেলে ও রিয়াজুল (১৮) একই উপজেলার মোল্লারকুল গ্রামের দুলু কাজীর ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানায়, মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশ গাড়ির গতি নিয়ন্ত্রণ কার্যক্রম সঠিকভাবে পরিচালনা না করেই কেবলমাত্র নিজেদের আখের গোছতে দেখা যায়। ফলে বেপরোয়া চালিত যানবাহনে দূর্ঘটনা বাড়ছে । আর এসব দূর্ঘটনায় প্রায়ই ঘটে হতাহতের ঘটনা। প্রতিনিয়ত এসব দূর্ঘটনা যাতে আর না ঘটে সেজন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল।

মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শেখ নুরুজ্জামান চানু মুঠো ফোনে অভিযোগ অস্বীকার করে জানান, গাড়ির গতি নিয়ন্ত্রণে প্রতিদিন ৭-৮ টি মামলা দেয়া হয়।

  • শেয়ার করুন