৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ১১:৪৭

মোল্লাহাটে ভাসমান বেডে সবজি চাষে প্রশিক্ষণ

প্রকাশিত: জুন ৯, ২০২৪

  • শেয়ার করুন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি.বাগেরহাটের মোল্লাহাটে কচুরিপানা ও বিভিন্ন জলজ আগাছায় আচ্ছন্ন জলাশয়ে বিজ্ঞানসম্মত উপায়ে স্তূপ করে, প্রয়োজনীয় মাপের ভাসমান বেড তৈরি পদ্ধতিতে শাকসবজি ও মসলা উৎপাদনের লক্ষে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবিবার দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে ৯০ জন কৃষককে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।

মোল্লাহাট উপজেলার ৭টি ইউনিয়নের মোট ৯০জন কৃষক/কৃষাণি এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে।

প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুক্তা মন্ডল সহ সংশ্লিষ্ট রিসোর্স পার্সন।

  • শেয়ার করুন