৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ১০:২৯

রামপালে ভ্যানের পেছন থেকে ট্রাকের চাপা, ৩ যাত্রী নিহত

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৪

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের রামপালে ট্রাক চাপায় ইঞ্জিন চালিত ভ্যানের ৩ জন নিহত হয়েছেন। শনিবার (২৭ এপ্রিল) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকের হেলপার সাফায়েত হোসেনকে (১৭) আটক করেছে পুলিশ। জানা গেছে, আটক সাফায়েত ট্রাকটি চালাচ্ছিল।নিহতরা হলেন: মো. সাইদ মোড়ল (৪৫), মো. আজাদ ও মো. মনি।স্থানীয়রা জানায়, চেয়ারম্যানের মোড় এলাকায় মোংলাগামী একটি ট্রাক পিছন দিক থেকে ইঞ্জিন-চালিত একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মো. সাইদ মোড়ল (৪৫) নামের এক যাত্রীর মৃত্যু হয়।  আহতদের উদ্ধার করে রামপাল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে মো. আজাদ ও মো. মনি নামের আরও দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পুলিশ জানায়, ট্রাকটি চালক নয় বরং হেলপার চালাচ্ছিল। তাকে আটক করা হয়েছে। এবং ট্রাকটিকে জব্দ করেছে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ।এদিকে, সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মোহাম্মদ বাবুল আক্তার।

  • শেয়ার করুন