২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ৭:০২

লটারি বাতিল করে পরীক্ষার মাধ্যমে ভর্তির দাবি শিক্ষার্থীদের

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৪

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. লটারি পদ্ধতি বাতিল করে পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে বিদ্যালয়ে ভর্তি চালুর দাবিতে মানববন্ধন করেছে বাগেরহাটের শিক্ষার্থীরা।

রবিবার (২২ ডিসেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে সরকারি বালক বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, পিসি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে জেলা ছাত্রদলের নেতাকর্মীরাও অংশ নেন।

শিক্ষার্থীরা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আগে ভর্তি পরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ভর্তি নেওয়া হতো, তখন মেধাবী শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেতো। কিন্তু বিগত কয়েক বছর ধরে লটারি পদ্ধতির মাধ্যমে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এতে মেধাবী শিক্ষার্থীরা ভালো প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। লটারি পদ্ধতি জুয়ার মত। এপদ্ধতি বাতিল করে মেধাবীদের যথাযথ মূল্যায়ন করা হোক।

  • শেয়ার করুন