৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ১০:৩১

শরখোলায় বিকাশের দোকান থেকে টাকা চুরির হোতা পিবিআই’র হাতে গ্রেফতার

প্রকাশিত: মে ২২, ২০২৪

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে টেলিকমের ক্যাশ থেকে টাকা চুরির হোতা আজিজুল শেখ পিবিআই’র হাতে গ্রেফতার হয়েছে। বুধবার (২২ মে) দুপুর ১২ টার দিকে পিরোজপুর জেলা শহরের বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার আজিজুলের ব্যাগ তল্লাশী চালিয়ে নগদ ২৪ হাজার ৩৪২ টাকা,২ টি মোবাইল , ১১ টি সিম, চুরির কাজে ব্যবহৃত ২ টি স্ক্র ড্রাইভার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আজিজুল শেখ বাগেরহাট জেলার রামপাল উপজেলার নুরুজ্জামান শেখের ছেলে।
বাগেরহাট পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার মো. আবদুর রহমান বলেন, বাগেরহাটের শরনখোলা্ উপজেলার তাফালবাড়ি বাজারের বিকাশের দোকান ব্যবসায়ী মো: ইয়ামিন চলতি মাসের ২ মে সন্ধা সাড়ে ৬ টায় ক্যাশে তালা লাগিয়ে পাশে তার বাসায় যায়। এ সুযোগে আজিজুল ক্যাশবাক্স ভেঙ্গে দেড় লক্ষাধিক টাকা চুলি করে নিয়ে পালিয়ে যায়। এঘটনায় শরনখোলা থানায় একটি মামলা দায়ের করা হলে আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় মাধ্যমে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, আজিজুল একজন পেশাদার চোর। তার ব্যাগে থাকা স্ত্রু দিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে কৌশলে টাকা চুরি করে। সে তিনটি চুরির ঘটনার কথা স্বীকার করেছে। তাকে শরনখোলা থানা পুলিশের কাছে হস্থান্তর করেছি।

  • শেয়ার করুন