২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার,দুপুর ২:৩৩

শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৩

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাট”গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ প্রজন্মে দেশ গড়ি “প্রতিপাদ্য বিষয়ে কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার  (২১ আগস্ট )  দিন ব্যাপি বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে।  বাগেরহাট সদর উপজেলার  পাঁচটি  শিক্ষা প্রতিষ্ঠানে ৫০০ শিক্ষার্থীর মাঝে ফলজ, ভেষজ ও বনজ  বিতারন করা হয়েছে ।এসময় উপস্থিত ছিলেন  গাজী মতিয়ার রহমান,  সাধারণ সম্পাদক মোঃ শহিদুল্লা, সহসপাতি মোঃ আবু জাফর প্রমূখ।যে সকল প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ করাহয়েছে তা হলো কাড়াপাড়া শরৎচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়,যদুনাথ মডেল স্কুল এন্ড কলেজ,দর্শনী আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়,প্রফুল্ল চন্দ্র পিসি  কলেজ ও  বাগেহাট আলিয়া কালিম মাদ্রাসা।

Exif_JPEG_420

শিক্ষার্থীদের  মাঝে কাড়াপাড়া শরৎচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় মোঃ  ইয়াসিন  ফারুক   বলেন,  গাছ পেয়ে  অনেক ভালো লাগছে।  এই গাছ আমি বাড়িতে  লাগাবো  এবং যন্ত্র  নিব।  এই গাছ এক দিন  অনেক বড় হবে।এসময়  অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির চেয়ারম্যান গাজী মতিয়ার রহমান বলেন,   একটি গাছ একটি প্রাণ, গাছ ছাড়া পৃথিবীতে কোনো প্রাণীর বেঁচে থাকা সম্ভব নয়। তাই সকলকে গাছ লাগানোর  আহব্বান জানিয়েছেন তিনি।

  • শেয়ার করুন