প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৪
নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ঘুরে দেখলেন বিশ্বের ২১ দেশের ৭৫ জন সেনা কর্মকর্তা। সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রসহ বিভিন্ন এলাকা ঘুরে সন্তোষ প্রকাশ করেছেন সেনা কর্মকর্তাগণ। বৃহস্পতিবার (০৩ অক্টোবর) দুপুরে করমজল বন্য প্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মো. আজাদ কবির এসব তথ্য জানান।
তিনি বলেন, বিশেষ প্রশিক্ষণ সফরে বুধবার (০২ অক্টোবর) বেলা ১১টার দজকে পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আফ্রিকা, কুয়েত, কাতার ও নেপালসহ ২১টি দেশের সেনাবাহিনীর ৭৫ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ করমজলে প্রবেশ করেন। তারা সুন্দরবন ঘুরে দেখেছেন। এসব কর্মকর্তাদের কয়েকজনের সঙ্গে তাদের পরিবারের সদস্যরাও ছিলেন। পরে দুপুরের দিকে তারা সুন্দরবন ত্যাগ করেন।
হাওলাদার আজাদ কবির আরও বলেন, আমরা বিদেশি সেনা কর্মকর্তাদের সুন্দরবন ঘুরিয়ে দেখিয়েছি। সুন্দরবন সম্পর্কে তাদের বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। তারা করমজল বন্যপ্রাণী কেন্দ্র ঘুরে উচ্ছাস প্রকাশ করেছেন।