১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,বিকাল ৪:২৫

সুমন বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: আগস্ট ১, ২০২৩

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে সুমন বেকারি নামের একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বাগেরহাট। মঙ্গলবার (০১ আগস্ট) দুপুরে শহরের নাগের বাজার এলাকায় ওই বেকারিতে অভিযান চালিয়ে নোংরা পরিবেশে খাদ্যপন্য তৈরি, রুটিতে মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা এবং কেক উৎপাদনের অগ্রীম তারিখ দেওয়ায় এই জরিমানা করা হয়।ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই জরিমানার আদেশ দেন।

তিনি বলেন, নোংরা পরিবেশে খাদ্যপন্য তৈরি, রুটিতে মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা এবং কেক উৎপাদনের অগ্রীম তারিখ দেওয়ার অপরাধে সুমন বেকারির মালিক রমেশ চন্দ্রকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে রমেশ চন্দ্র পুনরায় এই ধরনের অনিয়ম করবেন না বলে অঙ্গীকার করেছেন। ভোক্তা অধিকার সংরক্ষনে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

  • শেয়ার করুন