৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ১০:১৫

৯০ কেজি গাঁজাসহ বাগেরহাট থেকে ২ ব্যবসায়ী আটক

প্রকাশিত: জুন ২৬, ২০২৩

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাট:বাগেরহাটে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৫) জুন রাতে বাগেরহাট উপজেলা সদরে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এসময় আটককৃতদের ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান থেকে ৯০ কেজি গাজা জব্দ করা হয়। আটককৃতরা হলেন, কুমিল্লা জেলা সদরের মোঃ ফয়সাল মিয়া (২৭) ও মোঃ জাহাঙ্গির আলম (৩৮)। তাদের বিরুদ্ধে মামরা দায়ের পূর্বক বাগেরহাট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

সোমবার (২৬ জুন) দুপুরে র‌্যাব-০৬ খুলনার মিডিয়া অফিসার তারেক আমান বান্না প্রেরিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

র‌্যাব-০৬ খুলনার মিডিয়া অফিসার তারেক আমান বান্না বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বাগেরহাট থেকে বিপুল পরিমান মাদক চোরাচালান হবে। অভিযান চালিয়ে সংবাদের সত্যতা পাওয়া যায়। মাদক ব্যবসায়ীদের আটক করতে সক্ষম হই। ঈদ উপলক্ষে এরা এই গাজা ছোট মাদক কারবারিদের কাছে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলেন।

 

  • শেয়ার করুন