৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৮:১১

ঈদ সামনে রেখে চাহিদা বেড়েছে চুইঝালের

প্রকাশিত: জুন ১৬, ২০২৪

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট. যেকোনো মাংসের সঙ্গে কয়েক টুকরা চুইঝাল মাংসের স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দেয়। বিশেষ করে গরু ও খাসির মাংসের স্বাদ বাড়াতে এর জুড়ি নেই। বাগেরহাটে  আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বেড়ে গেছে চুইঝালের চাহিদা। আর চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে দামও।শহরের কাঁচাবাজারে দেড় যুগের ও বেশি  সময় ধরে শুধু চুইঝাল বিক্রি করছেন জামান শেখ । প্রতিদিন সকালে চুইঝাল নিয়ে বসেন তিনি থাকেন বাজার শেষ না হওয়া পযন্ত । এই চুইঝাল বিক্রি  করে ২ ছেলে ও এক মেয়ে লেখাপড়া সহ  নিয়ে সংসারের সকল খরচ চালান তিনি । জামান শেখ বলেন, বাগেরহাটে  চুইঝালের  কদর  আগের তুলনায় দিন দিন বাড়ছে। বিশেষ করে ঈদের সময় চাহিদা বাড়ে সবচেয়ে বেশি। আগে  যে চুই ৬০০ টাকা কেজি দরে বিক্রেতার বাড়ি থেকে পাইকারি দরে কিনে আনতেন, সেই চুই এখন কিনতে হচ্ছে ৮০০ টাকা ঈদের জন্য গুনতে ২০০ টাকা বেশি । তবে মূল চুইয়ের দাম সবচেয়ে বেশি। তিনি আরো বলেন, আমার কাছে  ৫০০ টাকা থেকে ১২ শত টাকা কেজির চুইঝাল রয়েছে।  মোহাম্মদ সোহাগ হাওলাদার বলেন, হঠাৎ চুইঝালের দাম বাড়িয়ে দিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা। এ কারণে বাজারে চুইঝালের দাম বেড়েছে। স্থানীয় জাতের যে চুইঝাল আগে প্রতি মণ ২ হাজার ৮০০ টাকায় বিক্রি হতো, এখন তা বিক্রি হচ্ছে ৩ হাজার ৫০০ টাকায়। মোটা ও মূল চুইয়ের দাম সবচেয়ে বেশি।ক্রেতা আকলিমা বেগম বলেন ,এখন চুইঝাল ছাড়া গরুর মাংসের তেমন স্বাদই পাই না। প্রতিবছর ঈদের সময় বেশি করে চুইঝাল কিনে রাখি। ঢাকায় থাকা আত্মীয়স্বজনের বাড়িতেও পাঠাতে হয়। এবার দেখছি দামটা বেশি । তবে খুব বেশি মনে হয় নেই। বাজারে চুইঝালের ক্রেতা নাসির খান বলেন আমরা শুধু গরুর মাংস না, সব ধরণের মাংস,বড় মাছ ও মজাদার খাবারেই চুইঝাল খাই। তবে কুরবানি উপলক্ষে দাম কিছুটা বেড়েছে। ঈদের সময় চুইঝাল দিয়ে রান্না করা মাংস অতিথিদের খুবই পছন্দের। দাম একটু বৃদ্ধি পেলেও, মাংস খেতে চুইঝাল লাগবেই। চুইঝালের মাংস রান্নার স্বাদই অন্যরকম উপলব্ধ হয়।বাগেরহাটের  মানুষের কাছে চুইঝাল ব্যাপক জনপ্রিয়। দিন দিন এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ছে  দেশের বিভিন্ন প্রান্তে।  এই চুই ঝালের  শহরে  ছোট বড় স্থানীয়  অস্থায়ী  ৬০ টি দোকান রয়েছে।এছাড়া বাগেরহাটে শীতকালে হাঁসের মাংসের সাথে চুইঝাল ছাড়া যেন চলেই না। চুইঝালের রান্না হাসের মাংস  শেমাইপিঠা খেতে অনেক দূর দুরন্ত থেকে আত্মীয়-স্বজন অতিথি হিসেবে আসেন।
বাগেরহাট  শহরের বাইরে ও জেলার বিভিন্ন প্রান্তে বাজারে বাজারে বিক্রি হয় এই চুইঝাল অনেক দোকান ঘুরে দেখা যায়   ৪৫০ থেকে ১৪ শত টাকা পযন্ত রয়েছে  এই  চুইঝালের কেজি। চিকুন   ডাল  কেজি  ৪৫০-৫০০ টাকা, একটু মোটা ডাল  ৬০০ – ৬৫০টাকা, বড় ডাল১১০০ -১২০০টাকা, গাছ – কান্ড ১২০০-১৪০০ টাকা পযন্ত।

  • শেয়ার করুন