প্রকাশিত: জুলাই ৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে বৃষ্টি উপেক্ষা করে ৬দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। ৬দফা দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের ঘোষনা অনুযায়ী মঙ্গলবার (০৮ জুলাই) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত বাগেরহাট সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।
এসময় বক্তব্য দেন, বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন, বাগেরহাট জেলা শাখার সভাপতি এম আসলাম হুসাইন ফরাজী, সাধারণ সম্পাদক কে এম মাসুদ হোসাইন, স্বাস্থ্য সহকারী রবিউল ও সাইফুন্নাহার, পার্থ ও জাহিদ, রিয়াজুল, রফিক প্রমুখ।
বক্তারা বলেন, আমরা ১৬ গ্রেডে চাকুরীতে প্রবেশ করে ১৬ গ্রেডেই পরে আছি। আমাদের টেকনিক্যাল গ্রেড ও বেতন বৈষম্য দূর করতে হবে। তা না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষনা দেন বক্তারা।
৬দফা দাবিগুলো হচ্ছে, নির্বাহী আদেশে নিচের লিখি(শিক্ষাগত যো তো স্নাতক (বিজ্ঞান) সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ, পূর্বের নিয়োগবিধি অনুযায়ী নিয়োগ পেলেও কর্মরত স্বাস্থ্য সহকারী সকল স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য পরিদর্শকদের অভিজ্ঞতার আলোকে স্নাতক পাসস্কেলে আত্মীকরণ করতে হবে, বেতন স্কেলে উন্নীতকরনের পূর্বে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকগন যত সংখ্যক টাইম স্কেল অথবা উচ্চতর গ্রেড প্রাপ্ত বাপ্রাপ্য হয়েছেন তা পরবর্তী পুনঃনির্ধারিত বেতন স্কেলের সাথে যোগ করতে হবে ও পূর্বে হন সার্ভিস ডিপ্লোমা এসআইটি কোর্স সম্পূর্ণ কারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকদেরকে ডিপ্লোমাধারী সম্পন্ন করা ।