৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৪:৫৮

ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাট কারাগারে পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত: জুলাই ৫, ২০২৫

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. সারাদেশে ডেঙ্গু ভয়ংকর রূপ ধারণ করছে। এমন অবস্থায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছেন বাগেরহাট জেলা কারাগারা কর্তৃপক্ষ।
শনিবার (৫ জুলাই) সকালে কারাগারের অভ্যান্তরে ও বাহিরে এই সচেতনতামুলক পরিস্কার পরিচ্ছন্নতার কাজে অংশ নেন ৫০ জন কারারক্ষি। জেল সুপার মো. মোস্তফা কামালের নেতৃত্বে ৩ ঘন্টাব্যাপী পরিচ্ছন্নতার পাশাপাশি মশা নিধন কার্যক্রম গ্রহণ করা হয়। পরে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা মশা নিধনে  স্প্রে করেন।
জেলার খোন্দকার মো. আল- মামুন বলেন, ‘শুধু সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। নিজের নিরাপত্তা নিশ্চিতের জন্য নিজেদের কর্মস্থল কারোগারের চারপাশ পরিষ্কার করে আমরা যদি সামাজিক দায়িত্বটুকু পালন করি, তাহলে ডেঙ্গু প্রতিরোধ করা অনেকটাই সহজ হয়ে যাবে। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে ডেঙ্গুর বিস্তার রোধে আমরা পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছি।


জেল সুপার মো. মোস্তফা কামাল বলেন, কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়েছে। আগামী দুদিন ব্যাপী এই কার্যক্রম চলবে বলে জানান তিনি। একাজে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা অংশ নেওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞ বলে জানান কারাগারের এই সুপার।

  • শেয়ার করুন