২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৪:১১

তিন দাবিতে বাগেরহাটে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন

প্রকাশিত: মে ১৯, ২০২৫

  • শেয়ার করুন

স্টাফ রিপোর্টার,বাগেরহাট. তিন দাবিতে বাগেরহাটে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে। সোমবার (১৯মে) সকালে বাগেরহাট দড়াটানা ব্রিজ সংলগ্ন একাডেমি ভবনের সামনে মেরিন ও শীপবিল্ডিং ডিপ্লোমা ছাত্র কল্যাণ পরিষদ ব্যানারে এই কর্মসূচি পালন করে।

তিন দফা দাবি মধ্যে রয়েছে, মেরিন ও শীপবিল্ডিং ডিপ্লোমাধারীদের সমুদ্রগামী জাহাজের যোগদানের জন্য অনুর্ধ্ব ৬ মাসেরপ্রি-সী ট্রেনিং এর মাধ্যমে অফিসার ক্যাডেট সিডিসি প্রদান,বিভিন্ন মন্ত্রণালয় অধীনস্ত ইঞ্জিন ও মেশিন সংশ্লিষ্ট বিভাগে উপ-সহকারী প্রকৌশলী পদে মেরিন ও শীপবিল্ডিং ডিপ্লোমাধারীদের নিয়োগ বিধান চালু করা এবং প্রশিক্ষণের মান উন্নত করা।

এসময় তিন দফা দাবী নিয়ে বক্তব্য দেন, শিক্ষার্থী মিরাজ, রাকিব, শিবলী, মোখলেছ, রকিসহ আরও অনেকে।

শিক্ষার্থীরা জানান, ২০০৯ সাল থেকে শিক্ষার্থীরা দাবি জানিয়ে আসলে তা বাস্তবায়ন করা হয়নি। তাদের দাবি বাস্তবায়নের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেয়া হয়েছে।  দাবি বাস্তবান না হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

এদিন একযোগে নারায়নগঞ্জ, মুন্সীগঞ্জ, সিরাজগঞ্জ, চাঁদপুর, ফরিদপুর এবং বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি এই আন্দোলনে অংশ নেয়।

বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির অধ্যক্ষ মো.জিয়াউল হক বলেন, দুই মন্ত্রনালয়ের সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে কথা হয়েছে। আশাকরি তাদের যুক্তিক দাবী মেনে নেবে সরকার।

  • শেয়ার করুন