প্রকাশিত: জুন ২৯, ২০২৪
নিজস্ব প্রতিবেদক. শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মনোভাব গড়ে তোলার জন্য বাগেরহাটে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আল-আরাফা ইসলামী ব্যাংকের আয়োজনে কনফারেন্স উপলক্ষে শনিবার (২৯ জুন)সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শোভাযাত্রাটি পুনরায় অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়।
সেখানে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে কনফারেন্সের উদ্বোধন করা হয়।
পরে আল আরাফাহ ইসলামী ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা।
এসময় আরও বক্তব্য দেন, বাংলাদেশ ব্যাংকের যুগ্ন পরিচালক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, এক্সিকিউটিভ আল আরাফাহ ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট একেএম আমজাদ হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু সাইদ মোঃ আব্দুল মান্নাফ, সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শেখ আসাদুল হক প্রমুখ।কনফারেন্সে বক্তারা স্কুল ব্যাংকিং এর গুরুত্ব তুলে ধরেন।
স্কুল ব্যাংকিং অণুষ্ঠানে বাগেরহাটে কর্মরত তফসিলী ব্যাংকের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। অণুষ্ঠান শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্যাংক কর্মকর্তারা। শিক্ষার্থীদের অংশগ্রহনে স্কুল ব্যাংকিং বিষয়ে কুইজ প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ করা হয়। এছাড়া শিক্ষার্ধীদের স্কুল ব্যাগ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।