১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৯:৫৫

বাগেরহাটে ইউনিয়ন পরিষদে চাহিদাভিত্তিক বাজেট বৃদ্ধি ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময়

প্রকাশিত: মার্চ ১১, ২০২৫

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে স্থানীয় সরকার-ইউনিয়ন পরিষদে চাহিদাভিত্তিক বাজেট বৃদ্ধি ও বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে ডরপ-ইভলভ প্রজেক্টের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান।

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম, টিবি জানালিস্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোল্লা মাসুদুল হক, সাংবাদিক ইয়ামীন আলী, এস এস শোহান, ডরপ-ইভলভ প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রতিভা বিকাশ সরকার, দেবাশীষ কুমার ঘোষ, সিএসও সৈব্য ডাকুয়া, মাহমুদা বেগম,সুপ্তি বেগম, খলিলুর রহমান, রবিউল ইসলাম প্রমূখ। মতবিনিম সভায়, ইউনিয়ন পরিষদের সচিব, গনমাধ্যমকর্মী ও সিভিল সোসাইটি অর্গানাইজেশনের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।

প্রধান অতিথির বক্তব্যে আহম্মেদ কামরুল হাসান বলেন, ইউনিয়ন পরিষদ শক্তিশালীকরণে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, নারী উন্নয়ন, কর্মসংস্থানসহ বিভিন্ন প্রকল্পে বরাদ্দ বাড়াতে ইউনিয়ন পরিষদকেই সিদ্ধান্ত নিতে হবে। খাতওয়ারি বাজেট করাসহ প্রতিটি প্রকল্প বাস্তবায়নে জবাবদিহি থাকতে হবে। যত্রতত্র পলিথিন ব্যবহার রোধে বেশি বেশি অভিযান পরিচালনাসহ জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এছাড়া, ইউনিয়ন পরিষদ শক্তিশালী করণে বিভিন্ন সুপারিশ করেন গনমাধ্যমকর্মীরা।

  • শেয়ার করুন