১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,দুপুর ১:২৫

বাগেরহাটে কৃষি জমিতে লবণপানি ঠেকাতে জেলা প্রশাসকের সাথে কৃষকদের মতবিনিময়

প্রকাশিত: মার্চ ৬, ২০২৫

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে বোরো মৌসুমে কৃষি জমিতে লবণপানি ঠেকাতে জেলা প্রশাসকের সাথে কৃষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৫ মার্চ) সকাল সাড়ে ১০ টায় বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে মৎস্যচাষী ও ধানচাষীদের সাথে  মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর মজুমদার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মোহাম্মদ আল বিরুনী, জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল, জেলা চিংড়ি চাষী সমিতির সভাপতি মোহিতুর রহমান সুমন,কৃষক রাসেল,সোহাগ হাওদার সহ অন্যান্য চাষিরা।

এ সভায় চাষিরা অভিযোগ করেন, বোর মৌসুমে কিছু অসাধু লোক পানি উন্নয়ন বোর্ডের সুইস গেট খুলে দিয়ে লবণ পানি ঢুকিয়ে মাছ চাষ করার পায়তারা করছে। এই লবন পানির ফলে ধানের ব্যাপক ক্ষতি হচ্ছে। অনেকে এক সময় ২০ বিঘা জমি চাষ করতেন এখন তারা ৫ বিঘার কম জমি চাষ করে। ধান পাকার আগে যদি লবণ পানি উঠানো হয়, তাহলে অনেক ধান চাষী ক্ষতিগ্রস্ত হবে এবং নিঃস্ব হয়ে যাবে। বেকার হয়ে পড়বে অনেক কৃষক। তাই এই মুহূর্তে লবন পানি না উঠানোর পক্ষে ধান চাষীরা মত প্রকাশ করেন।

অপরদিকে চিংড়ী চাষিরা বলেন, এখন বাগদা চিংড়ি চাষের সময়। আর বাগদা চিংড়ী উৎপাদনের জন্য লবণ পানি খুব দরকার। তাই বৈশাখের প্রথমদিকে লবণ পানি উঠানোর কথা জানান। উভয়ের মতামত শেষে বিভিন্ন দপ্তরের প্রধান, মৎস্য চাষী এবং ধান চাষীরা ৩০ এপ্রিল আগে লবণ পানি না উঠানোর জন্য একমত পোষণ করেন। এতে ধান চাষীরা তাদের ধান ঘরে তুলতে পারবে এবং বাগদা চিংড়ী চাষিরাও তাদের বাগদা চাষ করতে পারবে। সভায় ৩০ এপ্রিল স্লুইস গেট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।

  • শেয়ার করুন