৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১:০৫

বাগেরহাটে গুড়ি গুড়ি বৃষ্টির মাঝেও ভ্যাপসা গরম 

প্রকাশিত: জুন ৮, ২০২৩

  • শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি.

বাগেরহাট একদিকে ঘন ঘন লোডশেডিং আরেকদিকে প্রচন্ড তাপদাহ।একারনে কয়েকদিন ধরে জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। তীব্র তাপদাহের দীর্ঘ প্রতীক্ষার পর বৃহস্পতিবার (৮ জুন) সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হওয়ায় মানুষের মনে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে বৃষ্টির মধ্যেও ভ্যাপসা গরম ।

গত কয়েকদিন ধরে পরে সকাল থেকেই গুমোট আবহাওয়া বিরাজ করছিল। আকাশ ছিল মেঘে ঢাকা। মানুষ অপেক্ষা করছিল কখন নামবে স্বস্তির বৃষ্টি। সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে সকাল  ৯টার দিকে নেমে আসে দীর্ঘ প্রতীক্ষার বৃষ্টি। এতে খেটে খাওয়া মানুষদের মধ্যে স্বস্তি ফিরেছে।

স্থানীয় বাসিন্দা ইমরান জানান, বেশ কিছুদিন ধরে অসহনীয় গরমে মনে হয়েছিল জান বের হয়ে যাবে। এরকম গরম আগে কখনও অনুভূত হয়নি। আজকের বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলেছে। তবে বৃষ্টির মধ্যেও ভ্যাপসা গরম অনুভুত হচ্ছে।

বাগেরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, গত কয়েকদিনের গরমে কৃষি ও কৃষকদের অবস্থা নাজেহাল হয়ে গিয়েছিল। সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে আশা করছি, কৃষি ও কৃষকের জন্য এটি স্বস্তি বৃষ্টি হবে। এই বৃষ্টি ফসলের জন্য ভালো ভূমিকা রাখবে বলে জানান তিনি ।

  • শেয়ার করুন