প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৫
নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে গুণিজন সম্বর্ধনা পেলেন ৫ সাস্কৃতিক কর্মী । মঙ্গলবার (১৩ জানুয়ারি )সন্ধ্যায় শহরের এসিলাহা মিলনায়তনে বাগেরহাট জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এসময় জেলা কালচারাল অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ মোজাফফর হোসেন, অধ্যাপক বুলবুল কবির ও প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান। সম্মাননা প্রাপ্তরা হলেন, কন্ঠ ও সংগীতে আলী মোজেজ আহমেদ,যাত্রাপালা আঃ গনি বরকন্দাজ, ফটোগ্রাফিতে চ্যানেল২৪এর বাগেরহাট জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম, নৃত্যকলা কোহিনুর আক্তার ও সৃজনশীল সংগঠন হিসেবে বাগেরহাট ফিল্ম সোসাইটি। এসব গুণীজনদের প্রথমে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসরপর উত্তরীয় এবং মেডেন পরিয়ে ২০ হাজার টাকার চেক ও সনদপত্র প্রদান করা হয়। ২০২৪ সালে ৫ ক্যাটাগরিতে ৫জন সাস্কৃতিক কর্মীকে এই সম্মাননা প্রদান করা হল। ২০১৩ সাল থেকে সারা দেশে সংষ্কৃতি মন্ত্রনালয়ের উদ্যোগে শিল্পকলা একাডেমী থেকে প্রতিবছর পাঁচজনকে সম্বর্ধনা দেয়া শুরু করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন গুণীজন সম্বর্ধনার কারণে জেলায় প্রতিবছর গুণিজন তৈরী হয়। দেশের ইতিহাস ঐতিহ্য ও নিজ জেলার সাস্কৃতিকে সমৃদ্ধ করার জন্য এ সম্মাননা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সৃজনশীল কাজের স্বীকৃতি স্বরূপ এই গুণীজন সম্মাননা বাগেরহাট জেলায় মাইলফলক হয়ে থাকবে।