১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,ভোর ৫:৪৫

কচুয়ায় গ্রামীন কর্মসংস্থান তৈরিতে উঠান বৈঠক

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৪

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে “আমাদের দেশ আমরাই পড়বো আক্রান্ত হলে লড়বো”, প্রতিপাদ্য বিষয় নিয়ে গ্রামীন কর্মসংস্থান সৃষ্টিতে করনীয় এবং বৈষম্য বিরোধী আন্দোলনের স্পিড তৃণমূল পৌঁছে দিতে মতবিনিময়ে উঠান বৈঠকী অনুষ্ঠিত হয়েছে। বিকেলে বাগেরহাটের কচুয়ার মসনী দক্ষিণপাড়া শিবপ্রসাদ দাসের বাড়িতে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, লেখক ও গবেষক দিপ বিন্দু দিপ।এসময়, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাঃ রাশেদুল আলম, পার্থ প্রতীম দাস, সাবেক ইউপি সদস্য উওম কুমার দাস, বাধাল ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় শতাধিক নারী পুরুষ এই উঠান বৈঠকীতে অংশগ্রহন করেন।

লেখক ও গবেষক দিপ বিন্দু দিপ বলেন, বৈষম্যহীন দেশ বিনির্মানের জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে দেশ আবারও স্বাধীন হয়েছে। যদি গ্রামীন জনপদের মানুষের অর্থনৈতিক মুক্তি না আসে, তাহলে বৈষম্যহীণ সমাজ বিনির্মান খুব কঠিন হয়ে যাবে। এজন্য গ্রামীন জনপদের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কর্মসংস্থান তৈরির জন্য শহরের পাশাপাশি গ্রামে বেশি বেশি প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। আত্মনির্ভশীল হওয়ার জন্য গ্রামীন নারী-পুরুষদের আর্থিক কার্য্যক্রমের সাথে যুক্ত হওয়ার আহবান জানান তিনি।

 

  • শেয়ার করুন