১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ৮:৫৬

বাগেরহাটে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস পিাল করা হয়েছে।  মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সকালে দিবসটি উপলক্ষে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ডাঃ ফকরুল হাসানের সভাপতিত্বে  অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী ভাস্কর দেবনাথ বাপ্পি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক প্রমুখ।

বক্তারা বলেন, স্থানীয় সরকারের প্রতিনিধিগণ সব সময় জনগণের কল্যাণে কাজ করে। দেশের নাগরিকদের উন্নয়নে স্থানীয় সরকারের প্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে।বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি রা উপস্থিত ছিলেন।

  • শেয়ার করুন