৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১১:৪৩

বাগেরহাটে জুলাই গণজাগরণ অনুষ্ঠানমালা বাস্তবায়নে প্রস্তুতি সভা

প্রকাশিত: জুলাই ৭, ২০২৫

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’ বাস্তবায়নের জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ডা. মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে এই সভা হয়। সভায় বক্তব্য দেন, বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুর আরিফ, বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া ইসলাম, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এমএ সালাম, জেলা জামায়াতের আমীর মাও. রেজাউল করিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এমএম সাদ্দাম হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারি কমিশনার ভূমিসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা অংশগ্রহন করেন।

বক্তারা বলেন, ২০২৪ জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া ছাত্র জনতার আত্মত্যাগ স্মরণে এই অনুষ্ঠানমালা আয়োজন করা হবে। নতুন প্রজন্মের মধ্যে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতেই ও এই আয়োজন। জাতীয় ইতিহাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সেই ইতিহাস যেন কেউ ভুলে না যায়, উপলব্ধি করে এবং সে অনুযায়ী দেশের প্রতি দায়িত্বশীল হয়ে ওঠে এটাই অনুষ্ঠানের মূল লক্ষ্য। সভায় সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের সহযোগিতা কামনা করা হয়।

মাসব্যাপি সাংষ্কৃতিক অনুষ্ঠান, জুলাই মনুমেন্ট তৈরি, জুলাই আন্দোলন বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনসহ নানা অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সাথে কঠোর নিরাপত্তার মধ্যে এসব অনুষ্ঠানমালা সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

  • শেয়ার করুন