প্রকাশিত: মার্চ ১০, ২০২৫
নিজস্ব প্রতিবেদক. পবিত্র রমজান উপলক্ষে বাগেরহাটে স্বল্প মূল্যে টিসিবি পণ্য বিক্রি শুরু হয়েছে। সোমবার (১০ মার্চ) সকালে বাগেরহাট শহরের যদুণাথ কলেজিয়েট স্কুল প্রাঙ্গনে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করা হয়। এসময় পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক কাউন্সিলর আজম আলী মোল্লা পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন।
রমজানের স্বল্প মূল্যে টিসিবির পণ্য পেয়ে খুশি উপকারভোগীরা। তারা বলেন, নতুন পদ্ধতিতে টিসিবির পণ্য পেয়ে আমাদের খুব ভাল লাগছে।
আগে টিসিবির কার্ড প্রদান ছাড়া পন্য পাওয়া যেত না। এখন থেকে সবাই স্বল্প মূল্যে টিসিবির পণ্য কিনতে পারব।এই পদ্ধতি আমাদের জন্য খুবই সুবিধাজনক হয়েছে।
একজন ক্রেতা ২ কেজি মুসুরি ডাল, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি ছোলা , ১ কেজি চিনি ৪৫০ টাকায় ক্রয় করতে পারছেন।
টিসিবির ডিলার মাসুদ রানা বলেন, সারাদেশে ৫ মার্চ স্বল্প মূল্যে টিসিবি পণ্য বিক্রি শুরু হয়েছে। কিন্তু ৫দিন পর আমাদের আজকে বিক্রি করতে হয়েছে। একারনে হয়তো আমরা কিছুটা পিছিয়ে রয়েছি। তারপরও প্রতিদিন ৪০০ পরিবারকে কাছে কম মুল্যে পন্য কিক্রি করতে পারবো। উপকারভোগীরাও কোন প্রকার ঝামেলা ছাড়াই আমাদের কাছ থেকে পণ্য ক্রয় করতে পারছে। উপকারভোগীরাও খুশি হচ্ছেন।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আহমেদ কামরুল হাসান জানান, কিছুটা জটিলতার কারনে বিলম্ব হয়েছে। বাগেরহাট পৌরসভায় ৫ জন ডিলার উপকারভোগীদের মাঝে টিসিবির পণ্য বিক্রি শুরু করছে। আশাকরি নিদিষ্ট সময়ের মধ্যে উপকারভোগীরা তাদের আশানুরুপ পন্য কিনতে পারবেন।যদি সরকার সময় বাড়িয়ে দেয় তাহলেও বাগেরহাটও পিছিয়ে থাকবে না। একটি প্যাকেজের জন্য প্রতিটি পরিবারের ব্যয় হবে ৪৫০ টাকা। প্রসঙ্গত . সরকার পবিত্র রমজান উপলক্ষে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রির জন্য ১৯ মার্চ পযন্ত কার্যক্রমের ঘোষনা দেন।