প্রকাশিত: মে ২৫, ২০২৫
নিজস্ব প্রতিবেদক. নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্যে বাগেরহাটে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা শুরু হয়েছে। রোববার (২৫ মে) সকাল ১০টায় বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি একটি র্যালী বের হয়ে আদালত চত্তর ঘুরে একই স্থানে এসে শেষ হয়।এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ড. মো. ফকরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদিয়া ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সমন্বয়ক এমএ সালাম, সদর উপজেলা সহকারি কমিশনার(ভূমি) এস এম নুরুন্নবী, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা। পরে জেলা প্রশাসক ভুমি করদাতাদের সনদ বিতরণ করেন।এমেলা চলবে আগামী ২৭ তারিখ পর্যন্ত। মেলার স্টল থেকে ভূমি সংক্রান্ত সব তথ্য ও সেবা পাওয়া যাবে।