প্রকাশিত: মে ২৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে “দুনীর্তির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ মে) সকালে বাগেরহাট শহরের যদুনাথ ইনস্টিটিউ স্কুল এন্ড কলেজের হল রুমে এই প্রতিযোগিতায অণুষ্ঠিত হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দুর্নীতি দমন কমিশনের যৌথ আয়োজনে প্রতিযোগিতায় ১১ টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
দরিদ্রতা নয়, নৈতিক স্খলন দুর্নীতির কারণ বিষয়ের উপর প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের উপপরিচালক মোহা: মোশাররফ হোসেন।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোস্তাহিদুল আলমের সভাপতিত্বে বক্তব্য দেন বাগেরহাট জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের উপ সহকারী পরিচালক সমীরণ কুমার মন্ডল, প্রেস ক্লাব সভাপতি মোঃ কামরুজ্জামান, জেলা দুর্নীতি কমিটির সাধারণ সম্পাদক সাকির হোসেন, যদুনাথ ইনস্টিটিউ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল,জেলা দুর্নীতি কমিটির সদস্য মুখার্জী রবীন্দ্রনাথ, ইনজামামুল হক, ডলি নাসরিন, সুমন দাস এনডিএফ উপদেষ্টা -এসকে এ হাছিবএনডিএফ সহ সভাপতি মাহবুবুর রহমান সুজনসহ আরও অনেকে।এ ধরণোর ব্যতিক্রমধর্মী আয়োজন শিক্ষার্থীদের দূর্নীতি বিরোধী মনোভাব তৈরিতে ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা।