প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশন বাগেরহাট জেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) আইপিডিসি ফাইন্যান্সের সহায়তায় ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশনের জেলা কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর বাগেরহাটের উপ-পরিচালক আব্দুল কাদের এবং বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান।
ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি কাজী মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও তাকিয়া তাহসিন এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক নাঈম হোসেন, সদস্য ইয়াছির আরাফাত, জুম্মান শেখ, মিলন শেখ, রেদোয়ান ইসলাম, রাতুল ইসলাম, শৈশব সাহা, সাজিদ হোসেন, নিয়ামুল ইসলাম, শারমিন সুমনা প্রমুখ।শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রায় শতাধিক অসহায় মানুষ শীত নিবারণের জন্য কম্বল পেয়েছেন। অনুষ্ঠানে বক্তারা অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সকলকে অনুপ্রাণিত করেন এবং ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশনের এমন কার্যক্রমকে সাধুবাদ জানান।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও তারা এ ধরনের কার্যক্রম পরিচালনা করবেন এবং সমাজের অবহেলিত ও দুস্থ মানুষের পাশে দাঁড়াবেন।