৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৮:১৯

বাগেরহাটে নির্বাচনী দায়িত্ব পালনে বাঁধা : যুবককে ৬ মাসের কারাদণ্ড

প্রকাশিত: জুন ৯, ২০২৪

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদ নির্বাচনে এক আনসার সদস্যকে দায়িত্ব পালনে বাঁধা ও মারধর করার অপরাধে শাকিল শেখ (২১) নামের এক যুবককে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (৯ জুন) দুপুরে মোংলা পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের মহাসিনিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে চলাকালে আনসার সদস্যকে মারধর করে ওই যুবক।পরে শাকিল শেখ (২১) নামের ওই যুবককে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন বাগেরহাট জেলা অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. আতিকুস সামাদ।দন্ডাদেশ প্রাপ্ত শাকিল শেখ মোংলা উপজেলার শেহালাবুনিয়া এলাকার মৃত মোস্তফা শেখের ছেলে। তিনি আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইকবাল হোসেনের কর্মী বলে পরিচিত।বাগেরহাট জেলা অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. আতিকুস সামাদ বলেন, মহাসিনিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে নারী ও পুরুষদের সারিবদ্ধ লাইন ভেঙ্গে ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা করে শাকিল শেখ নামের ওই যুবক। এসময় আনসার সদস্য মোতালেব হোসেন তাকে বাঁধা দেন। বাধা না মেনে শাকিল তাকে ধাক্কা দিয়ে মারধর শুরু করেন। এসময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে আটক করেন।এই অপরাধে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা,২০১৩ এর বিধি ৭৬ (গ)-(আ) অনুযায়ী আটক ব্যক্তি তার অপরাধ স্বীকার করে। এরপরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিষধের টাকা দিতে ব্যার্থ হলে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয় বলেও জানান বিচারক ড.মোঃ আতিকুস সামাদ।পরে ওই আসামীকে বাগেরহাট জেলা কারগারে পাঠানোর জন্য মোংলা থানায় সোপর্দ করা হয়।

  • শেয়ার করুন