৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,দুপুর ১২:১৬

বাগেরহাটে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া

প্রকাশিত: মার্চ ২২, ২০২৫

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার  সুস্থতা কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২২ মার্চ) বিকেলে বাগেরহাট শহরের একটি অভিজাত হোটেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়াস এসোসিয়েশন অব বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ডিপ্লোমা ইঞ্জিনিয়াস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রকৌশলী মোঃ আবেদুর রহমান।

বাগেরহাট জেলা শাখার আহবায়ক শেখ রাসেলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন, খুলনা জেলার শাখার সভাপতি প্রকৌশলী  মোঃ মাসুম মাহামুদ, কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী সৈয়দ শাহাবুদ্দিন মল্লিক,  খুলনা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী  মারুফুজ্জামান রনি, ঢাকা জেলা শাখার সদস্য সচিব প্রকৌশলী মোঃ আবু হানিফ, বাগেরহাট জেলা শাখার সদস্য সচিব  মোঃ মেহেদী হাসান রকিসহ আরো অনেকে।

সভায় বক্তারা জানান, ফ্যাসিবাদের বিষদাত ভেঙে ফেলতে হবে। যাতে তারা কোনভাবে মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। সেজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়  দোয়া অনুষ্ঠিত হয়।

  • শেয়ার করুন