প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৪
নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ডা. মোঃ ফখরুল হাসান। বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শঙ্কর কুমার মজুমদার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, জেলা নিরাপদ খাদ্য অফিসার নাজমুস সুলতানা সীমা, পুলিশ পরিদর্শক মোঃ মনিরুল ইসলাম, কনজ্যুমার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সভাপতি বাবুল সরদার, কাচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সরদার ফখরুল আলম সাহেব, বাগেরহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিষ্ণু প্রসাদ চক্রবর্তী, সাংবাদিক আলী আকবর টুটুল, মাসুদুল হক, আকমল উদ্দিন সাখি, এসএস শোহান প্রমুখ।
সেমিনারে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আইনে ভোক্তাদের কিকি সুবিধার কথা বলা আছে, তারা কি বিষয়ে আইনের আশ্রয় নিতে পারবেন এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। বাগেরহাটে ভোক্তা পর্যায়ে বিভিন্ন বাজারে কি ধরণের অনিয়ম রয়েছে সেসব উল্লেখ করা হয়। জেলা প্রশাসন ও ভোক্তা সংরক্ষন অধিদপ্তরের পক্ষ থেকে এসব বিষয়ে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেওয়া হয়।