৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৩:৪৯

বাগেরহাটে ভ্রাম্যমাণ বইমেলায় পাঠকদের সরব উপস্থিতি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫

  • শেয়ার করুন

স্টাফ রিপোর্টার,বাগেরহাট.মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে বাগেরহাটে তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা অনুষ্ঠিত হয়েছে। শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১ ফেব্রুয়ারি শুরু হওয়া এ মেলা চলে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।বইমেলায় সব শ্রেণির পাঠকের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে, বিশেষ করে শিশু-কিশোরদের ভিড় ছিল বেশি। তাদের আগ্রহের কেন্দ্রে ছিল গল্প, উপন্যাস ও শিক্ষামূলক বই। মা-বাবারাও সন্তানদের নিয়ে মেলায় আসেন এবং পছন্দের বই কিনেদেন।

আগত পাঠকরা জানিয়েছেন, আগের তুলনায় এবার নামী-দামি লেখকদের বই পাওয়া গেছে, যা তাদের আনন্দ দিয়েছে। তারা বইমেলার পরিধি বাড়ানোর দাবি জানান। প্রচার-প্রচারণা বাড়িয়ে প্রতি বছর অন্তত পাঁচ দিনব্যাপী বইমেলার আয়োজন করার আহ্বান জানান তারা।

বইমেলায় আসা শিক্ষার্থী তাজলী ইসলাম তোয়া বলেন, ‘বইমেলায় এসে খুব ভালো লাগছে। বই পড়তে আমার খুব ভালো লাগে, তাই পছন্দের কিছু উপন্যাসের বই কিনেছি।’

অপর শিক্ষার্থী উম্মে হাবিবা বলেন, ‘ভ্রাম্যমাণ এই বইমেলায় বিভিন্ন লেখকের বই পাওয়া যাচ্ছে। প্রতি বছর এমন মেলা হলে দেশ-বিদেশের বিখ্যাত লেখকের বই সহজেই সংগ্রহ করতে পারব।’

মেলার আয়োজক বিশ্বসাহিত্য কেন্দ্রের বই বিক্রয় প্রতিনিধি সোহেল সরকার বলেন, ‘এপর্যন্ত ১০টি জেলায় ভ্রাম্যমাণ বইমেলার আয়োজন করেছি। বাগেরহাটের এই মেলায় ব্যাপক সাড়া পেয়েছি। আমাদের সঙ্গে প্রায় দশ হাজার বই রয়েছে, যা বিশেষ মূল্যছাড়ে বিক্রি করা হচ্ছে। বিশ্বসাহিত্য কেন্দ্রের বই ৩০% এবং অন্যান্য প্রকাশনার বই ২৫% ছাড়ে দেওয়া হচ্ছে।মেলায় শিশু-কিশোরদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের মেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

  • শেয়ার করুন