২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৪:৩৫

বাগেরহাটে মাছ চাষীদের দক্ষতা বৃদ্ধিতে ফোয়াবের দুদিন ব্যাপী প্রশিক্ষন

প্রকাশিত: মে ১৯, ২০২৫

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে রপ্তানি বৃদ্ধিতে ক্রেতার চাহিদা অনুযায়ী গুণগত মানসম্পন্ন মৎস্য, চিংড়ি উৎপাদন, আহরণ, পরবর্তী ব্যবস্থাপনা এবং ই-ট্রেসিবিলিটির গুরুত্ব বাস্তবায়ন কৌশল শীর্ষক দুদিন ব্যাপী  কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৯ মে) বিকালে শহরের বাগেরহাট পার্ক মিলনায়তনে ফিশ ফার্ম ওনার্স এসোসিয়েশন বাংলাদেশ-ফোয়াবের আয়োজনে ফিশারিজ প্রোডাক্ট বিজনেস করপোরেশনাল কাউন্সিল (এফপিবিপিসি),  বাণিজ্য মন্ত্রণালয় ও বিজনেস প্রমোশনাল এবং জেলা মৎস্য অফিসের সহযোগিতায় এই কর্মশালার সমাপনী অনুষ্ঠানে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চিংড়ি গবেষণা কেন্দ্রের সিনিয়র বৈজ্ঞানী কর্মকর্তা আরিফুল ইসলাম।

ফোয়াবের কেন্দ্রীয় কমিটির সভাপতি শামসুর রহমান মোল্লা শাহিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য শিল্পে পাইলট প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মনিরুজ্জামান, ফোয়াবের কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আকবর টুটুল, অর্থ সম্পাদক শাফায়াত হোসেন শাওন, ফোয়াবের বাগেরহাট জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য সচিব তানজীম আহমেদ ,বাগেরহাট উপকুলীয় মৎস্যজীবী সমিতির সভাপতি ইদ্রিস আলী প্রমুখ। প্রধান অতিথি বলেন, নিরাপদ খাদ্য উৎপাদনে চিংড়ি খামারিদের সচেতন হতে হবে, মৎস্য বিষয়ে বেশি বেশি প্রশিক্ষণ নিতে হবে। চিংড়ি গবেষণা কেন্দ্রের চাষীদের পাশে থাকবে।

  • শেয়ার করুন