প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫
নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের মোরেলগঞ্জ প্রবীন বিএনপি দলীয় ত্যাগী নেতা মো. সেলিম মিয়ার নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন । বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে পানগুছি কনভেনশন সেন্টারে সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক বিএনপি নেতা মো. সেলিম মিয়া।
তিনি বলেন, বিএনপির জন্মলগ্ন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিকট থেকে পাওয়া চিঠির প্রেক্ষিতে আমি ১৯৭৮ সালে বিএনপির রাজনীতীতে যুক্ত হই। এরপরে আমি বিভিন্ন সময় উপজেলা বিএনপির সহসভাপতি, যুগ্ম আহ্বায়ক, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করে আসছিলাম। ফ্যাসিষ্ট সরকারের বিভিন্ন সময়ে নানা অত্যাচার নিযাতনের শিকার হয়ে বিএনপির রাজনীতি করে আসছি।
তিনি দাবী করেন, গত ৫ আগষ্ট ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতনের পরে বিএনপির একটি অংশ নব্য কিছু তাকে দলীয় কর্মকান্ড থেকে দুরে রেখে নেতাকর্মীদেরকে বিভক্ত করার ষড়যন্ত্র করছে। এভাবে চলতে থাকলে বিএনপির সুনাম ক্ষুন্ন হবে। তাই সকল সড়যন্ত্রের প্রতিহত করতে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি কামনা করেন তিনি।
সাংবাদিক সম্মেলনে ইউনিয়নটির বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।