প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে জেলা পরিষদের উদ্যোগে ২৫৯ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে এককালীন বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ডা. ফখরুল হাসান, বাগেরহাট সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছায়েদুর রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী শরিফুজ্জামান এবং বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল আল রুমান প্রমুখ।
এদিন বাগেরহাটের নয়টি উপজেলার ২৫৯ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে মোট ১৩ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। এদের মধ্যে ২৪৮ জনকে পাঁচ হাজার টাকা করে এবং ১১ জনকে দশ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।
বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফল করলেই হবে না, দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিবেদন করতে হবে। প্রকৃত শিক্ষা তখনই সার্থক হবে, যখন তা দেশ ও সমাজের উন্নয়নে কাজে লাগবে।