৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১০:৪৩

বাগেরহাটে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রনেতাকে সংবর্ধনা

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৪

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনিক সাহাকে সংবর্ধিত করেছে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে বাগেরহাট সরকারি পিসি কলেজ সংলগ্ন জেলা ছাত্রদলের কার্যালয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অনিক সাহাকে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দীপ, বাগেরহাট পৌর ছাত্রদল নেতা মেহেদি হাসান মুন্না, আব্দুল কাদের শেখ সাগর, রিয়াজুল ইসলাম পিয়াস, মোঃ মিজান,মোঃ আলী তুহিন,মোঃ রিয়াদ,মোঃ রেদওয়ান কাদের, মোঃ আলামিন,সৈকত হোসেন, পারভেজ ফকির,মেহেদী হাসান, মোঃ নাবিল হাওলাদার, নয়ন, অনিক খান, সাব্বির, এ সবুর রনি, তৌফিক হাসান, সজীব, মোহাম্মদ সামি, শিহাব শেখ, রনি শেখ, আরও অনেক ছাত্রনেতা।

স্বৈরাচারী সরকারের পতনে ১৬ ই জুলাই ছাত্র আন্দোলনের অংশ নিয়ে পুলিশের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন অনিক সাহা। এরপর দীর্ঘদিন চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফিরে আসেন জন্মস্থান বাগেরহাটে। অনিক সাহা ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের  দ্বিতীয় বর্ষের ছাত্র।

অনিক সাহার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে জানান ছাত্রদল নেতা আলী সাদ্দাম আহমেদ দীপ।

  • শেয়ার করুন