১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,ভোর ৫:৫০

মানবাধিকার দিবস উপলক্ষে বাগেরহাটে ছাত্রদলের মানববন্ধন

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৪

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. ফ্যাসিষ্ট সরকারের আমলে গুম হওয়া সকল নেতা কর্মী ও নাগরিকদের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রদল। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে বাগেরহাট প্রফুল্ল চন্দ্র কলেজ (পিসি কলেজ) চত্বরে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন কমর্সুচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ছাত্রদল নেতা শেখ আল মামুন, শামিম মুন্সি, রোহিত হালদার, শেখ আল-আমীন, হৃদয় শেখ, আকিব হাসান, তাসকিন শেখ, ইমন শেখ, রবিউল মুন্সি, লিমন প্রমূখ।

এসময় ছাত্রদল নেতা শেখ আল মামুন বলেন, ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রদলের বহু নেতাকর্মী হত্যার শিকার হয়েছে অনেকে গুম হয়েছেন। এছাড়া সীমাহীন অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন বহু নেতাকর্মী। গত ১৬ বছর ধরে অত্যাচার নির্যাতনের শিকার নেতাকর্মীরা কোথাও বিচার চাইতে পারেননি। আওয়ামী লীগ সরকারের আমলে মানবাধিকার বলতে কিছুই ছিল না। ছাত্রজনতার আন্দোলনের মুখে অত্যাচারী শাসক ক্ষমতা ছেড়ে পালিয়েছেন। বিগত দিনে যারা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে তাদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। যাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এবং গুম করা হয়েছে তাদেরকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার আহবান জানান ছাত্রদল নেতা।

  • শেয়ার করুন