২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৯:৫৬

মোংলায় মৎস্য কর্মকর্তাদের অপসারণ দাবীতে মানববন্ধন

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৪

  • শেয়ার করুন
মোংলা প্রতিনিধি.  মোংলায় মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাসের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিচার এবং তার অপসারণ দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন শেষে তার অপসারণ দাবীতে বিক্ষোভ প্রদর্শন করেন ভুক্তভোগী নারী চিংড়ি চাষীরা। বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেন নারী বাগদা চিংড়ি চাষী ক্লাস্টার দলের ভুক্তভোগী নারী সদস্যরা। এ সময় ভুক্তভোগীরা বলেন, মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস আমাদের কাছ থেকে ঘুষ নিয়েও চিংড়ি চাষে কোন সহায়তা না করে উল্টো নানাভাবে হয়রানী করে আসছে। তাই দুর্নীতিবাজ এই কর্মকর্তার বিচার ও অপসারণ দাবী করছি। আর আমরা যারা শতাধিক নারী চিংড়ি চাষী তারা যেন ভালভাবে চিংড়ি চাষাবাদে টিকে থাকতে পারি সেজন্য সরকারের হস্তক্ষেপ কামনা করছি।
উত্থাপিত অভিযোগ অস্বীকার করে উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস বলেন, এসব মিথ্যা, বানেয়াট ও ষড়যন্ত্রমূলক। এ অভিযোগের সাথে আমার কোন ধরণের সম্পৃক্ততা নেই।
  • শেয়ার করুন