২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,ভোর ৫:৪০

যশোরে শিক্ষার্থীদের পড়ার চেয়ার টেবিল দিলো স্বেচ্ছাসেবক দল

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. যশোরে শিক্ষার্থীদের মাঝে পড়াশুনার জন্য চেয়ার টেবিল বিতরণ করেছে স্বেচ্ছাসেবক দল। বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ২৪ শিশুর হাতে এ চেয়ার টেবিল তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাদের গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের। রাজনৈতিক অঙ্গসংগঠনের পক্ষে শিশু শিক্ষার্থীদের জন্য এমন উদ্যোগ প্রশংসনীয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সদস্য আব্দুস সালাম আজাদ, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরীসহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • শেয়ার করুন