১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১:৫৪

রামপালে বিএনপি নেতা-কর্মীদের উপর হামলা,তুহিনের বহিষ্কারের দাবীতে বিক্ষোভ

প্রকাশিত: মার্চ ৯, ২০২৫

  • শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক. আওয়ামী সন্ত্রাসীদের সাথে নিয়ে বিএনপি নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদ ও হামলা-ভাংচুরের নেতৃত্ব প্রদাণকারী তুহিনের বহিষ্কারের দাবীতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে বাগেরহাটের রামপালে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন রামপাল উপজেলার ১০টি ইউনিয়নের কয়েক হাজার বিএনপি নেতা-কর্মী ও সমর্থকেরা। রামপাল সদরে বিক্ষোভ মিছিল শেষে থানার সম্মুখে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন রামপাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম, শেখ ফিরোজ কবির, আলতাফ হোসেন বাবু ও সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম।
এ সময় বক্তারা বলেন, ৫আগস্টের পর থেকে সাবেক  খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও এমপি হাবিবুন নাহারের দোসরদের সাথে নিয়ে এলাকায় চিংড়ি ঘের দখল, হামলা, লুটপাট ও ভাংচুর চালিয়ে উপজেলা জুড়ে সন্ত্রাসের রামরাজত্ব কায়েম করেছেন রামপাল উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন। তিনি এ উপজেলায় সন্ত্রাসের গডফাদারে পরিনত হয়েছেন। এর আগে অর্থাৎ আওয়ামী লীগের ১৫-১৭বছর ধরে তুহিন আওয়ামী লীগের সাথে লিয়াজো করে চলে দলের অনেক ক্ষতি করেছেন। আর এখন আওয়ামী লীগের ক্যাডার বাহিনী দিয়ে নিজ স্বার্থে দলের লোকজনকে পিটাচ্ছেন। তাই আমরা তার দলের পদ থেকে বহিষ্কারের দাবী জানাচ্ছি। অন্যথায় তার বিরুদ্ধে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হবে বলে জানান বক্তারা।
  • শেয়ার করুন