১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১:২৭

শরণখোলায় জেলেদের মানববন্ধন 

প্রকাশিত: মার্চ ৮, ২০২৫

  • শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক. শরণখোলায় বৃহস্পতিবার সকালে মানববন্ধন করেছেন সুন্দরবনের উপর নির্ভরশীল জেলেরা। একজন মৎস্য ব্যবসায়ীর খামখেয়ালীপনা ও বনরক্ষীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে জেলেরা এই মানববন্ধন করেছেন।র্
 বৃহস্পতিবার (৬ মার্চ ) সকালে উপজেলার সুন্দরবন সংলগ্ন শরণখোলা বাজারে সুন্দরবনের সাধারণ জেলে জনগোষ্ঠির ব্যানারে অনুষ্ঠিত জেলেদের মানববন্ধনে  বক্তব্য রাখেন শরণখোলা  উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির  সদস্য রুহুল আমিন হাওলাদার, সাউথখালী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কামরুল ইসলাম হাওলাদার, মৎস্য ব্যবসায়ী পলাশ হাওলাদার, ফরিদ খান, জেলে ইব্রাহিম বেপারী প্রমুখ। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, আমরা সুন্দরবনে মাছ ধরার  পাস সংগ্রহ সুন্দরবনের  অভয়ারণ্যের বাহিরে  সাগর ও নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকি। বনবিভাগ কখনও আমাদের নিকট অবৈধ  টাকা দাবী করেননা। শফিকুল ইসলাম নামে একজন মৎস্য ব্যবসায়ী প্রভাব খাটিয়ে  অবৈধভাবে কটকা অভয়ারণ্যে মাছ ধরার চেষ্টা করে। বনবিভাগ তাতে বাধা দিলে  শফিকুল ক্ষিপ্ত হয়ে  বনবিভাগের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে লিপ্ত হলে বনবিভাগ মাছের পাস বন্ধের সিদ্ধান্ত নেয় । পাস বন্ধ রাখলে এ রমজান মাসে পরিবারপরিজন  নিয়ে আমাদের  অনাহারে মানবেতর জীবন যাপন  করতে হবে বলে মানববন্ধনে জেলেরা বলেন।
মানববন্ধনের বিষয়ে মৎস্য ব্যবসায়ী শফিকুল ইসলাম সুন্দরবনে প্রভাব খাটানোর কথা অস্বীকার করে বলেন, বনবিভাগ থেকে সুবিধাভোগী কতিপয় মৎস্যজীবি উদ্দেশ্যমূলকভাবে মানববন্ধন করেছে।
  • শেয়ার করুন