২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার,দুপুর ২:৪৭

শরণখোলায়  স্বামী পরিত্যক্তা নারীর বসতঘর পুড়ে নি:শ্ব

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫

  • শেয়ার করুন

শরণখোলা প্রতিনিধি. বাগেরহাটের শরনখোলায় স্বামী পরিত্যক্তা এক নারীর বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শিল্পী নামের ওই নারী ২৫ বছর ধরে গার্মেন্টসে চাকুরি করে একটি টিনের ঘর তুলেছিলেন অনেক কস্ট করে। এ সময় ঘরে থাকা তার তিলে তিলে গড়া তিন লক্ষ টাকাও পুড়ে যায়। সরেজমিন দেখাযায় শোকে আর কস্টে  নির্বাক শিল্পী পোড়া ঘরের মাঝে নিশ্চুপ বসে আছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলার খুড়িয়াখালী গ্রামের চর এলাকায়। বৈদ্যুতিক সর্টশার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানাগেছে।

প্রতিবেশী সমাজ সেবক মোঃ রাসেল আহম্মেদ জানান, মধ্যরাতে আগুন লাগে শিল্পীর ঘরে। সে সময় শিল্পী সহ একটি মেয়ে ঘরে ঘুমিয়ে ছিলো। আগুনের গরম পেয়ে তাদের ঘুম ভাঙ্গে। আগুনের শব্দে প্রতিবেশীরা ছুঠে এলেও আগুন নিভাতে পারেনি। শেষ মুহুর্তে ফায়ার সার্ভিস টীম এসে ঘরে পানি ছিটায় কিন্তু তার আগেঘরটি প্রায় সম্পূর্নই পুড়ে যায়।
স্থানীয় বিএনপি নেতা মোঃ হিরু খান জানান, স্বামী পরিত্যক্তা শিল্পী প্রায় ২৫ বছর ধরে গার্মেন্টসে কাজ করে টাকা জমিয়ে তিন লক্ষ টাকা দিয়া  ভাইকে বিদেশে পাঠায়। ভাই সেই টাকা বোনকে গত দুদিন আগে পরিশোধ করে। ব্যাং বন্ধ থাকায় সে টাকা ব্যাংকে জমা রাখতে পারেনি। ঘর পোড়ার সাথে তার সেই তিন লাখ টাকাও পুড়ে গেছে। সর্বহারা শিল্পী এখন পাগল প্রায়। দয়াশীল বিত্তবানরা সহায়তার হাত বাড়ালে হয়তো শিল্পীর থাকার মত একটি ঘরের ব্যবস্থা হতে পারে।
স্থানীয় ইউপি সদস্য বাচ্চু মুন্সী জানান, ঘরটি পুড়ে শিল্পী বেগমের সব কিছুই শেষ হয়ে গেছে। এ ব্যাপারে থানায় একটি জিডি করার পরামর্শ দেওয়া হয়েছে শিল্পীকে।
ফায়ার সার্ভিসের শরণখোলা ষ্টেশনের দায়ীত্ব প্রাপ্ত কর্মকর্তা মেসফাকুল আলম জানান, মধ্যরাতে খবর পেয়ে তার টিম ঘটনাস্থলে ছুটে যায়। আগুন নির্বাপনের চেষ্টা করা হয়। তবে ততোক্ষনে ঘরের বেশীর ভাগই পুড়ে যায়।
  • শেয়ার করুন