প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা. বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম নারী সমাবেশে আগত নারীদের উদ্যেশ্যে বলেন, প্রাথমিক শিক্ষায় আপনার সন্তানকে মূল্যবোধ শিখাতে হবে। মেধাবী শিক্ষকদের প্রাথমিক শিক্ষায় অন্তর্ভূক্ত করতে হবে। সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিতে অন্তর্ভূক্ত করতে হবে। বাচ্চাদের ক্রীড়ায় অবদান রাখতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের অর্ধেক নারী। তাদের সমাজের, রাষ্ট্রের ও রাজনীতিতে অবদান রাখতে হবে। তারেক রহমানের নির্দেশনা মেনে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে নারীদের সুবিধার জন্যে ফ্যামিলি কার্ড করে দেয়া হবে। ১৮ কোটি মানুষকে নিয়ে অর্থনৈতিক মুক্তির ব্যাবস্থা করা হবে। নেতিবাচক রাজনীতি পরিহার করে ইতিবাচক রাজনীতির চর্চা করতে হবে। কৃষক-শ্রমিকদের অর্থনৈতিক মুক্তির জন্যে কাজ করতে হবে। তত্বাবধায়ক সরকার ব্যাবস্থা ফেরাতে হবে। নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে। তারেক রহমান চান সুন্দর, সমৃদ্ধির বাংলাদেশ গড়তে সকলের মতামত নিতে হবে। শিক্ষা, স্বাস্থ্যখাতকে বিশ্বমানের করা হবে, রূপপুর পারমাণবিক প্রকল্পে ৫৯ হাজার কোটি টাকা লুট হয়েছে। লুটপাটকারীদের দেশ থেকে উৎখাত করা হবে। সাম্য ও গণতান্ত্রিক মূল্যবোধর রাজনীতির চর্চা করা হবে। লুটপটকারী, ধ্বান্ধাবাজদের প্রতিহত করা হবে। সুন্দরবনের মত রামপাল ও মোংলাকে সবুজের জনপদ করে গড়ে তোলা হবে। কোন লুটপাটকারীকে চেয়ারম্যান বা জনপ্রতিনিধি বানানো হবে না। এমন কি দলে কোন দুর্বৃত্ত রাখা হবে না। কোন অবস্থায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেয়া হবে না। হালাল রুজি ইনকাম করতে হবে। মানুষের সুখ- দুঃখের সাথে থেকে রাজনীতি করতে চাই। একটি মহল চক্রান্ত করছে, তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। কেউ বিভ্রান্ত হবেন না।
তারেক রহমান বলেছেন, জনগণের আস্তা ধরে রাখতে হবে। তাদের সাথে সম্পৃক্ত থাকতে হবে। রামপাল সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে নারী সমাবেশে আগত সকল মহিলাদের উদ্যেশ্যে প্রধান অতিথির বক্তব্যে এ কথা শেখ ফরিদুল ইসলাম।