প্রকাশিত: মার্চ ২, ২০২৫
বিজ্ঞপ্তি. ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন প্রাঙ্গণে প্রথম লাল সবুজের পতাকা ওড়ে। পতাকা উত্তোলন করেন ডাকসু’র তৎকালীন সহসভাপতি আসম আব্দুর রব। দিনটিকে জাতীয় পতাকা দিবস হিসেবে স্বীকৃতির দাবি জানিয়েছে খুলনা জেএসডি। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তকে এবিষয়টি অন্তর্ভূক্ত হওয়ায় একদফা স্বীকৃতি হয়েছে। এ উপলক্ষে সভায় বক্তারা দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আইন-শৃঙ্খলার উন্নতি, ৮ প্রদেশ গঠন ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের দাবির ওপর গুরুত্বারোপ করেন।
রোববার বেলা এগারটায় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তন প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা একথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দলের জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শেখ আব্দুল খালেক। প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চ’র খুলনার আহবায়ক মোঃ লোকমান হাকিম। বক্তৃতা করেন দলের জেলা শাখার সাধারণ সম্পাদক স. ম রেজাউল করিম, নাগরিক ঐক্য’র নগর সাধারণ সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু, সহ-সভাপতি, ক্রীড়া প্রশিক্ষক মোঃ মোস্তাকুজ্জামান ও জেএসডি’র নগর সাংগঠনিক সম্পাদক পিটার গাইন। মানববন্ধনে সবাই লাল-সবুজের পতাকা হাতে নেন।