আলী আকবর টুটুল: ম্যানগ্রোভ সুন্দরবনে ২২ বছরে ২৫ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৪ মে) দুপুরে বনে লাগা আগুন নিভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের পশাপাশি বনবিভাগ ও স্থানীয়রা কাজ করে। তবে দুপুর ১২ টা নাগাদ যোগ দেয় বিমান বাহিনীর একটি হেলিকাপ্টার। উপর থেকে পানি ছিটিয়ে আগুন নিভাতে কাজ করে। কতটুকু বন পুড়েছে তা জানাতে পারেনি বন বিভাগ। তবে এর আগে ২৪ বারের অগ্নিকাণ্ডে প্রায় ১০০ একর বনজ সম্পদের (সুন্দরী গাছসহ বিভিন্ন লতা-গুল্ম) পুড়ে যায়।ম্যানগ্রোভ সুন্দরবনে ২২ বছরে ২৫ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৪ মে) দুপুরে বনে লাগা আগুন নিভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের পশাপাশি বনবিভাগ ও স্থানীয়রা কাজ করে। আগুন লাগে সুন্দরবনে। গঠিত হয় তদন্ত কমিটি। তদন্ত রিপোর্টে আসে সুপারিশ, যার বাস্তবায়নে থেকে যায় ধোয়াশা।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. নুরুল করীম বলেন, ‘শনিবার দুপুরে প্রচণ্ড দাবদাহের মধ্যে সুন্দরবনের আমুরবুনিয়া এলাকার গহিনে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বনে আগুন নিয়ন্ত্রণে আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, পুলিশ, উপজেলা প্রশাসন, বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবকসহ ৫ শতাধিক সদস্যরা। এছাড়া সকাল থেকে ফায়ার সার্ভিস, বন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেবকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হবে। অন্য সদস্যরা হলেন, সুন্দরবন পূর্ব বিভাগের চাদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা মো. রবিউল ইসলাম ও ঝিউধারা স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান। সদস্যের ওই কমিটিবে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্টে যদি অগ্নিকাণ্ড মানবসৃষ্ট পাওয়া যায় তা হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।