২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৮:২৬

৩৩ ভাগ নারী প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: জুন ১৭, ২০২৩

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২, এর নির্দেশনা অনুযায়ী রাজনৈতিক দলের সকল পর্যায়ে ন্যূনতম ৩৩ ভাগ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৭ জুন) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে জেলা নারী উন্নয়ন ও অপরাজিতা নেটওয়ার্ক এর আয়োজনে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সীতা রানী দেবনাথ, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা ছরোয়ার, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, পৌর কাউন্সিলর তানিয়া আক্তার, বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের শিল্পি আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অনুযায়ী রাজনীতিতে নারী নেতৃত্ব ৩৩ ভাগ হওয়ার কথা কিন্তু এটা এখন পর্যন্ত নিশ্চিত হয়নি। আগামী সংসদ নির্বাচনসহ অন্যান্য সকল নির্বাচনে শুধু সংরক্ষিত আসন নয় কমপক্ষে ৩৩ ভাগ সাধারণ আসনে সরাসরি নির্বাচনের জন্য মনোনয়ন দিতে হবে। অবিলম্বে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ বাস্তবায়ন করার দাবি জানান নারী নেত্রীরা।

  • শেয়ার করুন