নিজস্ব প্রতিবেদক. জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা খুলনা অঞ্চলের কৃষিকে এগিয়ে নেয়ার স্কোপ ও প্রযুক্তিসমূহের সম্প্রসারণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার (২৪ জুন) সকালে ফার্মগেট বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে জাতীয় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয় সচিব ওয়াহিদা আক্তার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর সম্মানিত নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার । কর্মশালা শেষে প্রধান অতিথি প্রকল্পের প্রযুক্তি ব্যবহারে বাগেরহাটের কৃতি সন্তান সফল কৃষক প্রকেীশলী ফয়সাল আহম্মেদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন। কর্মশালায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা খুলনা অঞ্চলের কৃষিকে এগিয়ে নিতে সকলের প্রতি আহবান জানান।